AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈল উপজেলা যুবদলের কমিটি ঘোষণা, সভাপতি সুমন – সম্পাদক আক্তার


Ekushey Sangbad
আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল, ঠাকুরগাঁও
০২:৪৫ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

রাণীশংকৈল উপজেলা যুবদলের কমিটি ঘোষণা, সভাপতি সুমন – সম্পাদক আক্তার

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল।

গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি ঘোষণার পত্রটি প্রকাশ করে জেলা যুবদলের নেতৃবৃন্দ। জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা এবং সদস্য সচিব জাহিদ হাসানের স্বাক্ষরিত কমিটিতে সভাপতি পদে শামীম সুমন, সাধারণ সম্পাদক পদে আক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে আওলাদ হোসেনকে ঘোষণা করা হয়েছে।

এদিকে পৌর যুবদলেরও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে ওমর ফারুক, সাধারণ সম্পাদক পদে মৌমিন হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক পদে মুক্তার হোসেনকে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমন বলেন, “রাজপথ কখনো বেঈমানি করে না। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী শাসনের বিরুদ্ধে লড়াই-সংগ্রাম করেছি। ছাত্রদল দিয়ে রাজনীতি শুরু করেছি। প্রত্যাশা ছিলো উপজেলা যুবদলের সভাপতি হওয়ার, দল তা মূল্যায়ন করেছে। দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দায়িত্ব যে দেওয়া হয়েছে, তা সততার সঙ্গে পালন করবো।”

ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা কমিটি ঘোষণার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাঠ পর্যায়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করার চেষ্টা করা হয়েছে। ঘোষিত কমিটিকে ১৫ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে তাদেরকে পূর্ণাঙ্গ কমিটি জেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতেও ত্যাগীদের মূল্যায়ন মাথায় রেখে কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।”

 

একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে

Link copied!