ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে পৃথক অভিযানে প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় মদ ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতভর এ অভিযান পরিচালনা করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী হালুয়াঘাটের নামছাপাড়া ও ডুমনিকুড়া এবং শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
অভিযানে অভিনব কৌশলে পাচারের চেষ্টা করা ভারতীয় মদ ৩৮৮ বোতল, ওরিও বিস্কুট ২১৬০ প্যাকেট, ফুচকা ৮০ প্যাকেট, নেভিয়া সফট ক্রিম ২৮৩০ পিস, জিলেট ব্লেড ১ লাখ ২০ হাজার পিস, ৮টি কম্বল এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ৩৮ লাখ ৫৯ হাজার ৮শ টাকা।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে