নাটোরে এবার সোনালি পাট দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করা হয়েছে। মনে হয় যেন দেবী দুর্গা সোনার আঁশে মোড়া। এই উদ্যোগ ইতিমধ্যেই সাড়া ফেলেছে। ২০ কেজি সোনালি পাটের বুননে তৈরি এই প্রতিমার পূজা হবে নাটোর শহরের লালবাজার কদমতলার রবি সুতম সংঘের মণ্ডপে।
প্রতিমাটি তৈরি করেছেন লালবাজারের প্রতিমাশিল্পী বিশ্বজিৎ পালের নেতৃত্বে চার সদস্যের শিল্পী দল। গত বছর তারা সোনালি ধানের দুর্গাপ্রতিমা তৈরি করেছিলেন, যা দেশজুড়ে আলোড়ন তুলেছিল। এবারও তাদের শিল্পকর্ম দর্শনার্থীদের নজর কাড়ছে।
বিশ্বজিৎ পাল জানান, প্রথমে কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো তৈরি করা হয়। এরপর মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে গেলে সোনালি পাট দিয়ে বুনন করা হয়। পুরো প্রক্রিয়ায় ২০ কেজি সোনালি পাট ব্যবহার করা হয়েছে। শেষে রঙ-তুলির সাহায্যে চোখ-মুখসহ পুরো প্রতিমার আদিরূপ ফুটিয়ে তোলা হয়েছে।
রবি সুতম সংঘের সাধারণ সম্পাদক পার্থ রায় বারনইক বলেন, “প্রতিবছর ভিন্ন রকম প্রতিমা তৈরি করে ভক্তদের মনোযোগ আকর্ষণ করা হয়। পাট দিয়ে এই ইউনিক প্রতিমার আইডিয়া দিয়েছে বিশ্বজিৎ পাল।”
জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট খগেন্দ্রনাথ রায় বারনইক জানান, এ বছর নাটোরে ৩৬৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের চেয়ে ১৪টি বেশি। প্রতিটি মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে। তিনি আশা প্রকাশ করেছেন, এবারও নাটোরে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন হবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে