AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ পরিবহন চালককে জরিমানা


Ekushey Sangbad
মো: আসিফ, শ্রীবরদী, শেরপুর
০২:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৬ পরিবহন চালককে জরিমানা

শেরপুরে শব্দ দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ৬ জন পরিবহন চালককে জরিমানা করা হয়েছে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে বুধবার বিকেলে সদর উপজেলার গৌরীপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন।

পরিবেশ অধিদপ্তর, শেরপুর কার্যালয় সূত্রে জানা গেছে, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘন করে এক শ্রেণির পরিবহন চালক দীর্ঘদিন ধরে বাস ও ট্রাকে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করে চলেছেন। এর ফলে সৃষ্ট শব্দ দূষণে পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

এমন অবস্থার প্রেক্ষাপটে বুধবার বিকেলে সদর উপজেলার গৌরীপুর এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের দায়ে ৬ জন ট্রাক ও বাস চালককে ৫,৫০০ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে আদালতের নির্দেশে ১২টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত ট্রাক ও বাস চালকেরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস এবং পুলিশ লাইন্সের সদস্যরা আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।

শব্দ দূষণ নিয়ন্ত্রণে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!