মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল ও সরকারবিরোধী স্লোগানসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে এক কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৮টার সময় উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকায় একটি মশাল মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং ধ্বংসাত্মক কার্যক্রম চালায়।
বিষয়টি পুলিশের নজরে আসলে তারা অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে উপস্থিত নেতা-কর্মীরা পালিয়ে যায়। পরে ভোররাতে অভিযান চালিয়ে মিছিলে নেতৃত্বদাতা সরদার শাফায়েত ইভান (১৯) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় কালকিনি থানায় দায়েরকৃত মামলা নং-১২-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। ইভান একই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ কর্তৃক মশাল মিছিল ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ ধ্বংসাত্মক কর্মকাণ্ডের অপরাধে মিছিলে নেতৃত্বদাতা সরদার শাফায়েত ইভানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে