ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা পর্যায়ে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে হ্যান্ডবল, কাবাডি, দাবা, ফুটবলসহ বিভিন্ন অ্যাথলেটিক ইভেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, লোহাগাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিকুজ্জামান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোস্তফা আলম, সিংগারোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মন্ডল প্রমুখ।
ফাইনাল খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, দলগত চেতনা ও খেলাধুলার প্রতি উৎসাহ জাগানো লক্ষ্য রাখা হয়।
একুশে সংবাদ/ঠা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

