কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের একটি মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের ফলে দোকান-পাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণভাবে পুড়ে ছারখার হয়ে যায়। মার্কেটে একটি মুদি দোকান, একটি হোটেল, একটি চায়ের স্টল, একটি মোবাইল সার্ভিস সেন্টার, একটি ফার্মেসী ও একটি অফিস প্রতিষ্ঠান ছিল। প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরবর্তীদিন বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও মার্কেট মালিকসহ মোট ৬ জনের হাতে ক্ষতিপূরণ হিসেবে প্রত্যেককে সাত হাজার টাকা করে বিতরণ করেন। এ সময় নারান্দিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মো. ফারুক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

