কিশোরগঞ্জে আদালত থেকে বাড়ি ফেরার পথে জমি সংক্রান্ত বিরোধের মামলার বাদী জাহাঙ্গীর আলম (৪৫) প্রতিপক্ষের ছুরিকাঘাতের শিকার হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার জেলখানা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
আহত জাহাঙ্গীর আলম ভৈরব উপজেলার ঘোড়াকান্দা এলাকার বাসিন্দা। তিনি জমি সংক্রান্ত বিরোধে একই এলাকার মৃত কান্দর আলীর ছেলে শেখ সাহেদ আলী (৫৮), সম্ভুপুর গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে শমসের আলী (৬০), শমসের আলীর ছেলে আল আমিন (৩৮), ইউনুস মিয়ার ছেলে গিয়াস উদ্দিন (৬২) এবং সাহেদ আলীর স্ত্রী তাসলিমা (৫০)কে আসামি করে দেওয়ানি ও ফৌজদারি মামলা করেন।
জাহাঙ্গীর জানান, আদালতে হাজিরার পর ফেরার পথে জেলখানা মোড়ে খাওয়ার জন্য দাঁড়ানো অবস্থায় অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তার কাছে এসে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় তাদের পেছন থেকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। সাথে থাকা আইনজীবী আইয়ুব আলী বাধা দিলে তাকে ধাক্কা দেওয়া হয়।
জাহাঙ্গীর বলেন, “আমার ভাই প্রবাসে থাকায় আমি তার পক্ষে মামলা করি। আদালত থেকে ফেরার সময় অজ্ঞাত ব্যক্তিরা মামলা তুলে নিতে চেয়েছিল। আমি রাজি না হওয়ায় তারা পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি চাই।”
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়েছে এবং খোঁজ নিয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/কি.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

