গাজীপুরের কালীগঞ্জে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। সাথে থাকা একটি কালো রঙের পুরাতন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আজমতপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মোঃ আলী হোসেনের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে সজিব খান (২০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি কালো রঙের পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃত আসামী সজিব আজমপুর পূর্বপাড়া এলাকার মোশারফ খানের পুত্র। অপর আসামী, একই এলাকার বাছিরের পুত্র নাজমুল পালিয়ে যায়।
স্থানীয়রা জানায়, উক্ত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে পরস্পরের যোগসাজসে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১), সারনির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৮, তারিখ ২৪/৯/২৫ ইং।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
একুশে সংবাদ/এ.জে