খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নারীদের নিরাপত্তার দাবিতে জুম্ম ছাত্র জনতার ডাকা আধাবেলা সড়ক অবরোধ চলছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত এ অবরোধ চলবে।
অবরোধের সমর্থনে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেছেন জুম্ম ছাত্র জনতা।
অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাঙামাটি, সাজেক এমনকি সারা দেশের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে সকালে অবরোধের সমর্থনে খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গীব্রিজ, স্বনির্ভর, পেরাছড়া, টেকনিক্যাল স্কুল এবং চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গুইমারা, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়িসহ বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়কে গাছ ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে পিকেটিং করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। অটোরিকশাসহ ছোট আকারের কিছু যানবাহন চলাচল করতে দেখা গেলেও তা পরিমাণে কম। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ করেন অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে টায়ার ও গাছের গুঁড়ি অপসারণ করে।
খাগড়াছড়ির সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা তিন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেছেন। আরও দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অপরদিকে অবরোধের কারণে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এবং নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
একুশে সংবাদ/এ.জে