AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত



মধ্যনগরে স্বেচ্ছাসেবকদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ ও ফরম বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বংশিকুন্ডা দক্ষিণ ও বংশিকুন্ডা উত্তর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় নেতাকর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।
প্রথমে বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নে দুপুর ১২টার দিকে এবং পরে বিকেল ২টার দিকে বংশিকুন্ডা উত্তর ইউনিয়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন তালুকদার।

এসময় মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল ইসলাম (সেফুল) এর সঞ্চালনায় বক্তব্য রাখেন— উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান মাহবুব, গাউছ মিয়া, রফিকুল ইসলাম, হানজারা মিয়া, নাসিম মিয়া, আরিফুল ইসলাম, মধ্যনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন তালুকদার সাগর, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাপ্পি হাসান, বংশিকুন্ডা উত্তর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, জিয়ার সৈনিক দলের আহ্বায়ক মনিরুল জামান মনির, ছাত্রদলের নেতা হাসান সিকদার, বাচ্চু মিয়া, মো. রমজান আলী, মো. মুস্তাক মিয়া, সম্পন মিয়া, রহিস মিয়া, কিরণ মিয়া প্রমুখ।

অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ত্যাগী ও নিবেদিত কর্মীদের যাচাই-বাছাই করে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন কমিটি গঠন করতে হবে। তাছাড়া তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের মূল্যায়ন করে, দলকে সুসংগঠিত রাখতে হাইব্রিডমুক্ত নির্ভেজাল কমিটি গঠন করে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক জায়গায় থাকতে হবে।

পরিশেষে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির ফরম বিতরণের মাধ্যমে কর্মী সমাবেশের সমাপ্তি হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!