AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অসত্য অভিযোগ; ডিলাররা বলছেন ‘সিন্ডিকেটের গল্প অতিরঞ্জিত’



মান্দায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অসত্য অভিযোগ; ডিলাররা বলছেন ‘সিন্ডিকেটের গল্প অতিরঞ্জিত’

সাম্প্রতিক সময়ে মান্দা উপজেলার কৃষি কর্মকর্তা শায়লা শারমিন ও স্থানীয় সার ডিলারদের বিরুদ্ধে সার সংকট ও অতিরিক্ত দামে সার বিক্রয়ের অভিযোগ উঠেছে। তবে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যে উঠে এসেছে ঘটনাটির অন্য দিক, যেখানে কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তারা।

বিসিআইসি-এর অনুমোদিত সার ডিলার সাহেদ আলম, বিএডিসি-এর অনুমোদিত সার ও কীটনাশক ডিলার আতাউর রহমান ও আলহাজ্ব মকবুল হোসেনসহ অনেকে জানান, সার সরবরাহে কোনো অনিয়ম নেই, বরং চাহিদার তুলনায় সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে পরিচালিত হচ্ছে। তারা বলেন, “সরকারি বরাদ্দ অনুসারে সারের চালান পাওয়া এবং কৃষকদের কাছে সময়মতো বিতরণ করাই আমাদের মূল উদ্দেশ্য। প্রতিমাসে কৃষি কর্মকর্তাদের কাছে কোনো প্রকার মাসোয়ারা দেওয়ার অভিযোগ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।”

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানিয়েছেন, “সারের কোনো সংকট নেই এবং যেসব এলাকায় অপ্রত্যাশিত চাহিদা বেড়েছে সেগুলোকে কেন্দ্র করে কিছু লোক মানহানি করতে চাচ্ছে। অভিযোগগুলো মূলত বিভ্রান্তিকর, এবং সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য আমাদের কাজ চলছে।”

বিসিআইসির ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি জীবন কুমার কুন্ডু বলেন, “আমরা আইনগত ও নৈতিকভাবে কাজ করে যাচ্ছি। অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ মিথ্যা, এবং এসব ভিত্তিহীন অভিযোগের কারণে কৃষক ও স্থানীয় প্রশাসনের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হচ্ছে।”

অপরদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী জানান, “সারের সরবরাহ এবং বিক্রয়ে কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত দায়েরকৃত কোনো লিখিত অভিযোগ হাতে পাওয়া যায়নি।”

সরকারি প্রক্রিয়ায় সারের যথাযথ বিতরণ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছে। কৃষি কর্মকর্তারা ও ডিলাররা একত্রে কাজ করে কৃষকদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!