নেত্রকোণার কেন্দুয়ায় নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণকারী ফায়ার ফাইটার শামীম আহমেদ রুকেল। পরে তাকে পারিবারিক কবরস্থানে চির সমাহিত করা হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মাসকা ইউনিয়নের পিজাহাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে গার্ড অব অনার প্রদানের মাধ্যমে এই মর্যাদা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, বিএনপি`র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম হিলালী, কেন্দুয়া উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলাল, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ছেলে, মেয়ে, ভাই, বোন এবং আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে