গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের (তারকাটা) বাজারে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ২০০ আকাশমনি চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী বিধাই এলাকার মো. রফিকুল ইসলাম অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু ব্যক্তি তার পরিবারের সঙ্গে জমি নিয়ে বিরোধ করে আসছে। এ নিয়ে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ইতোমধ্যে পাঁচটি মামলায় আদালত তার পরিবারের পক্ষে রায় দিয়েছেন। এতে প্রতিপক্ষ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
অভিযোগে বলা হয়, মনির হোসেন (২৬), রাজিব (২২), মাহবুব (২৮), মফিজ উদ্দিন (৫৫), সাহাব উদ্দিন (৪৫), তমিজ উদ্দিন (৫০), কাজিম উদ্দিন (৪০)সহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি গত ১৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রফিকুল ইসলামের জমিতে প্রবেশ করে গাছ কেটে ফেলে। বিষয়টি দেখতে পেয়ে তার মামা আবুল হোসেন বাধা দিলে তাকে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়।
পরবর্তীতে ২২ সেপ্টেম্বর ভোরে আবারও প্রতিপক্ষরা একই জমিতে প্রবেশ করে বিভিন্ন গাছপালা কাটাছেঁড়া করে। এ সময় ভুক্তভোগীর মাতা বাধা দিলে তাকেও হত্যার হুমকি দেওয়া হয়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।
২৪ সেপ্টেম্বর সকালে জমি দেখতে গিয়ে দেখা যায়, অন্তত ২০০টি আকাশমনি চারা কেটে ও ভেঙে ফেলা হয়েছে। স্থানীয় এক ব্যক্তি জানান, আগের রাতে মনির হোসেন, রাজিব ও মাহবুবকে জমির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে।
এবিষয়ে অভিযুক্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী রফিকুল ইসলাম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবগত করার পাশাপাশি সুবিচারের আশায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাম্মদ আব্দুল বারিক জানান, অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে