লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার এলাকায় চারতলা ভবন থেকে পড়ে জান্নাত (৩) নামে এক শিশু মঙ্গলবার গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।
প্রতিবেশীরা জান্নাতকে শান্ত, ভদ্র ও সবার প্রিয় শিশু হিসেবে বর্ণনা করেছেন। নিহতের বাবা দেলোয়ার হোসেন মাছ ব্যবসায়ী। পরিবার পশ্চিম বাজার এলাকার চারতলা ভবনের সর্বোচ্চ তলায় ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, খেলাধুলার সময় শিশুটি সিঁড়ির পাশ দিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে যায়। রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।
রামগঞ্জ থানার ওসি আব্দুর বারি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজে দুর্ঘটনাটি নিশ্চিত হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
একুশে সংবাদ/এ.জে