AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার



চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার (২৪ সেপ্টেম্বর) গভীর রাত থেকে ভোর পর্যন্ত ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দা সালতাম হোসেনের ছেলে জাইরুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে একটি দেশীয় পিস্তল ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধারকৃত অস্ত্র ও জব্দ সামগ্রী পরবর্তীতে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/চু.প্র/এ.জে

Link copied!