নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার, সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে কাজী শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ নভেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গের উদ্যোগে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান ও সাধারণ মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মজিবুর রহমান মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার কফিল উদ্দিন, মো. মতিউল ইসলাম ভূঁইয়া, সাফি উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, “প্রতারক শাকিল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান—তাদের সম্মানহানি করার অধিকার কারও নেই।”
তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

