মুকসুদপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হলো লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনের স্মরণসভা। ভরা সন্ধ্যায় শিল্প-সাহিত্যের মানুষ একত্রিত হয়ে স্মৃতিচারণ করলেন বাংলাদেশের গানের এই মহীয়সী সাধকীকে ঘিরে।
অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, জীবন সদস্য ছিরু মিয়া, কবি ও প্রভাষক সনোজ কুণ্ডু লিটু, কবি মাহফুজ রিপন, কৌতুক অভিনেতা মাসুদ হাসান, হায়দার আলী নিশামসহ একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা ফরিদা পারভীনের শিল্পভরা জীবন, লালনগীতি প্রচারে তাঁর অবদান ও মানবতাবাদী দর্শনকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।
আলোচনায় তারা বলেন, “ফরিদা পারভীন কেবল একজন শিল্পী নন, তিনি ছিলেন এক অনন্য সাধকী, যিনি লালনের দর্শনকে সুর, কণ্ঠ ও অনুভবে কোটি মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছেন।”
সন্ধ্যার শেষভাগে স্থানীয় শিল্পীরা লালনগীতি পরিবেশন করলে আবেগঘন হয়ে ওঠে পুরো পরিবেশ। উপস্থিত অতিথিরা যেন ফিরে যান সেই চিরন্তন লালনভুবনে—যেখানে গান মানেই ভক্তি, গান মানেই ভালোবাসা।
এই স্মরণসভা শুধু ফরিদা পারভীনের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং লালনের গান ও দর্শনকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক নতুন অঙ্গীকারও বটে।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

