রাজশাহীর পুঠিয়া পৌরসভার মিফতাহুস সুন্নাহ মাদ্রাসার এক শিক্ষক ৯ বছর বয়সী ছাত্রকে বলাৎকারের অভিযোগে আটক হয়েছেন।
স্থানীয়রা জানান, ঘটনা ২৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ১২:৩০ টার দিকে ঘটে। অভিযুক্ত শিক্ষক রাকিবুল ইসলাম আব্দুল্লাহ (২১) চারঘাট থানার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের প্রতিবেদনে জানা গেছে, রাতের সময়ে শিক্ষার্থীরা ঘুমিয়ে পড়লে শিক্ষক শিশুটিকে রুমে বালিশ চাপিয়ে ধরেন এবং বলাৎকার করেন।
পরের দিন ভিকটিম তার বাবাকে ঘটনাটি জানান। পরিবার পুঠিয়া থানায় অভিযোগ করলে পুলিশ মাদ্রাসায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি অভিযোগ স্বীকার করেন।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে এবং আগামীকাল রাজশাহী কোর্টে হাজির করা হবে।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একুশে সংবাদ/রা.প্র/এ.জে