AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে

পত্নীতলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা



পত্নীতলায় বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

বাংলাদেশ সেনাবাহিনী নওগাঁর পত্নীতলা ক্যাম্প কর্তৃক আয়োজিত আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় শারদীয় উৎসব দুর্গাপূজা নিরাপদ ও সুষ্ঠুভাবে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার উদ্দেশ্যে স্থানীয় মন্দির কমিটির নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ আধুনিক ডাকবাংলো, পত্নীতলায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকা—পত্নীতলা, ধামইরহাট, সাপাহার ও পোরশা—এর আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিষয়ে সভার সভাপতিত্ব করেন ক্যাপ্টেন একেএম ফজলে করিম শুভ।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—পত্নীতলা ১৪ বিজিবির এডি হাসানুর রহমান, পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান, ধামইরহাট থানার ওসি ইমাম জাফর, সাপাহার থানার ওসি আব্দুল আজিজ, পোরশা থানার ওসি মিন্টু রহমান, পত্নীতলার কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, ধামইরহাট উপজেলার গণমাধ্যমকর্মি আব্দুল মালেক ও পোরশা উপজেলার গণমাধ্যমকর্মি কামরুজ্জামান বাবু প্রমুখ।

উল্লেখ্য, ২৪’র গণঅভ্যুত্থান পরবর্তী সময় থেকে বাংলাদেশ সেনাবাহিনী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা ও শান্তি প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে আসছে।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

Link copied!