নেত্রকোনার কেন্দুয়ায় ফায়ার সার্ভিসে কর্মরত শামীম আহমেদ (রুকেল) টঙ্গীর একটি কেমিক্যাল গোডাউনের অগ্নিকাণ্ডে দায়িত্ব পালন করতে গিয়ে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে মৃত্যুবরণ করেছেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে শামীমের বন্ধু প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঁইয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, শামীমের শরীরের প্রায় ৯৫% পুড়ে গিয়েছিল।
জানা গেছে, শামীম আহমেদ প্রায় ২২ বছর ধরে ফায়ার সার্ভিসে নিবেদিত কর্মী হিসেবে সুনামের সঙ্গে চাকরি করে আসছিলেন। তিনি কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের সাহেবের বাপের ছেলে। শামীম গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ছিলেন।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট কাজ করছিল। এ সময় শামীম আহমেদসহ কয়েকজন গুরুতর দগ্ধ হন। তাদের দ্রুত মেডিকেল কলেজে নেওয়া হয়। শামীম বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেন।
শামীম আহমেদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ/নে.প্র/এ.জে