AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলাকে বিচ্ছিন্ন করার ঘটনায় চতুর্থ দফায় আন্দোলন


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৪:১৮ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

আসন বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলাকে বিচ্ছিন্ন করার ঘটনায় চতুর্থ দফায় আন্দোলন

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনের অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং গেজেট বাতিল করে পুনরায় ফিরিয়ে দেওয়ার দাবিতে ভাঙ্গায় চতুর্থ দফা আন্দোলনের দ্বিতীয় দিনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় "অখণ্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটি"র ব্যানারে প্রায় একশ থেকে দেড়শ নারী-পুরুষ মানববন্ধন ও বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা জানান, নির্বাচন অফিস থেকে গেজেট বাতিল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পাশাপাশি আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াসহ গ্রেফতারকৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। সহিংসতায় জড়িত নয়—এমন সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধ করারও দাবি ওঠে।

স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আন্দোলনে অনেক অপরিচিত মুখ দেখা যাচ্ছে, যারা আলগী ইউনিয়নের নয়। এতে সন্দেহ হচ্ছে যে, একটি মহল আন্দোলনের নামে অন্য উদ্দেশ্য হাসিলের চেষ্টা করছে। তবে মানববন্ধন চলাকালে যান চলাচল স্বাভাবিক ছিল।

গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক গেজেটে ফরিদপুর-৪ আসনের অধীনে ভাঙ্গা উপজেলার দুটি বড় ইউনিয়ন—আলগী ও হামিরদীকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর প্রথমে স্থানীয়রা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। ইউএনও মো. মিজানুর রহমানের আশ্বাসে আন্দোলনকারীরা তিনদিনের জন্য কর্মসূচি স্থগিত করেন।

৬ সেপ্টেম্বর দুই ইউনিয়নের চেয়ারম্যানরা ইউএনও’র মাধ্যমে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দেন। কিন্তু সমাধান না হওয়ায় ৯–১১ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় টানা তিনদিন মহাসড়ক অবরোধ করা হয়।

১৩ সেপ্টেম্বর সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করে ১৪–১৬ সেপ্টেম্বর তৃতীয় দফায় তিনদিন সড়ক, মহাসড়ক ও রেল অবরোধের ঘোষণা দেওয়া হয়। ওই রাতেই ডিবি পুলিশ আলগী ইউনিয়নের চেয়ারম্যানকে গ্রেপ্তার করে। ১৪ সেপ্টেম্বর তাঁকে দ্রুত বিচার আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়। এতে আন্দোলন আরও উত্তপ্ত হয়ে ওঠে।

১৫ সেপ্টেম্বর পুলিশ আন্দোলনকারীদের অবরোধে বাঁধা দিলে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে আন্দোলনকারীরা থানা, নির্বাচন অফিস, উপজেলা পরিষদ ও অন্তত ২০টি সরকারি দপ্তরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে।

১৬ সেপ্টেম্বর রাতে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে প্রথম মামলা দায়ের হয়। পরে ১৮ ও ১৯ সেপ্টেম্বর আরও দুটি মামলা হয়। এ পর্যন্ত সহিংস ঘটনায় মোট চারটি মামলা দায়ের করা হয়েছে, যাতে কোটি টাকার ক্ষয়ক্ষতি দেখানো হয়েছে।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!