জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কার্যালয় উদ্বোধনের জন্য আগামীকাল (১১ নভেম্বর) নারায়ণগঞ্জে আসছেন দলটির কেন্দ্রীয় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
উদ্বোধন অনুষ্ঠান সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে নতুন সমবায় মার্কেট ভবনের ৯ম তলায় অনুষ্ঠিত হবে। এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল আমিন অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন। এতে উপস্থিত থাকবেন দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, সদস্য আহমেদুর রহমান তনু এবং এনসিপি, যুবশক্তি, শ্রমিকশক্তি ও ছাত্রশক্তির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
এনসিপি নেতাকর্মীরা জানিয়েছেন, সকাল ১১টায় হাসনাত আব্দুল্লাহ কার্যালয় উদ্বোধন শেষে সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হবে।
এ বিষয়ে আহমেদুর রহমান তনু বলেন, "এতদিন আমাদের কোনো নিজস্ব কার্যালয় ছিল না। বিচ্ছিন্নভাবে কার্যক্রম পরিচালনা করছিলাম। অনেকদিন ধরে চেষ্টা করেছি, কিন্তু ভাড়া দেওয়া স্পেস পাওয়া যাচ্ছিল না। অবশেষে আমাদের নিজস্ব অর্থায়নে এই ভবনে কার্যালয় নেওয়া হয়েছে। আগামীকাল আমাদের দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এ কার্যালয় উদ্বোধন করবেন।"
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

