AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে পদ্মাপাড়ের বাসিন্দাদের মানববন্ধন


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:৪০ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে ভয়াবহ নদী ভাঙন রোধে পদ্মাপাড়ের বাসিন্দাদের মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভয়াবহ নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। 

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলার দুর্লভপুর ইউনিয়নের নামোজগন্নাথপুর ফিল্ডবাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষার্থী, কৃষক, জেলে ও ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

এলাকাবাসীর অভিযোগ, ভাঙনের তীব্রতায় দুর্লভপুর, পাঁকা, উজিরপুর ও মনাকষা—এ চার ইউনিয়নের শত শত বসতবাড়ি, প্রায় ১৫টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি মাদ্রাসা, ৫০টি মসজিদ, ৫টি কবরস্থানসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। তাই অবিলম্বে স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন দুর্লভপুর ইউপি চেয়ারম্যান গোলাম আজম, বিএনপি নেতা মোশারফ হোসেন এম, মজিবুর রহমান, আব্দুর রাজ্জাক, মাহবুব আলম, আজমল হোসেন মাস্টার, জালাল মাস্টার, আফতাব উদ্দিন মাস্টার, ইকবাল হোসেন ফটিক ও হারুন আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে এলাকাবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর কাছে দ্রুত টেকসই সমাধানের দাবিতে স্মারকলিপি জমা দেন।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!