AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারীতে নব নিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা দিল আদর্শ শিক্ষক ফেডারেশন


Ekushey Sangbad
মেছবাহুল আলম, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম
০৮:২১ পিএম, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ভূরুঙ্গামারীতে নব নিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা দিল আদর্শ শিক্ষক ফেডারেশন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে এনটিআরসিএ কর্তৃক সুপারিশপ্রাপ্ত নবাগত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের নবাগত শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সংগঠনটির উপজেলা শাখার সভাপতি মাওলানা রুহুল আমিন হামিদীর সভাপতিত্বে এবং সেক্রেটারি খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক আজিজুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন ফারুকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা শাখার উপদেষ্টা মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা আলহাজ আনোয়ার হোসেন।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জেলা শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাওলানা আব্দুল হামিদ, সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষাকে কেবল একটি পেশা হিসেবে নয়, বরং একটি সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাতে হবে।
বক্তারা শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। আপনাদের দায়িত্ব কেবল পাঠ্য পড়ানো নয়, বরং সমাজ ও আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা।”

এছাড়া, শিক্ষক সমাজে একতা ও পেশাগত সততা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করা হয়। নবাগত শিক্ষকদের সংবর্ধনা শেষে উপহার হিসেবে ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

 

একুশে সংবাদ/কু.প্র/এ.জে

Link copied!