কালীগঞ্জে ভোক্তা অধিকার আইন অমান্য করে মেয়াদহীন পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে মারিয়া কসমেটিকসের মালিক রাশেদুল ইসলামকে (২৮) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতকে পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম।
একুশে সংবাদ/গা.প্র/এ.জে