AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুর-৪ আসন প্রতিবাদ ভাঙ্গায় চতুর্থ দফায় আবারো এক ঘণ্টা আন্দোলন


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
০৭:০৯ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুর-৪ আসন প্রতিবাদ ভাঙ্গায় চতুর্থ দফায় আবারো এক ঘণ্টা আন্দোলন

ফরিদপুর-৪ আসনের অন্তর্গত ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন (আলগী ও হামিরদী) বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) সঙ্গে যুক্ত করার প্রতিবাদে এক ঘণ্টার মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-ভাঙ্গা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সুয়াদি বাসস্ট্যান্ডে অখন্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটির আয়োজনে নারী-পুরুষেরা এই মানববন্ধন করেন।

আলগী ইউনিয়নের হান্নান মাতুব্বর বলেন, “আমরা ভাঙ্গা ছেড়ে নগরকান্দার সঙ্গে যুক্ত হব না। আমরা অখন্ড ভাঙ্গা চাই। ডিসি মহোদয় গত ২১ সেপ্টেম্বর পর্যন্ত আমাদের কাছ থেকে সময় নিয়েছিলেন, কিন্তু তিনি আশ্বাস রক্ষা করতে পারেননি। তাই আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি এবং ফেরত না পাওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।”

অখন্ড ভাঙ্গা উপজেলা রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান খোকন মিয়া বলেন, “আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মামলা প্রত্যাহার করা হোক। যারা থানা ও উপজেলা পরিষদ ভাঙচুর ও আগুন দিয়েছে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে বিচারের আওতায় আনা হোক। আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন চলবে। ডিসি মহোদয় কার্যালয়ে কি সিদ্ধান্ত হয়েছে, তা আমরা জানি না। আমাদের আন্দোলন দমিয়ে রাখা যাবে না। আমরা প্রথমে তিনদিন আন্দোলন চালাবো, এরপর সিদ্ধান্ত নেব।”

প্রসঙ্গত, ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুর-৪ আসনের অধীনে ভাঙ্গা উপজেলার বড় দুটি ইউনিয়ন আলগী ও হামিরদীকে বিচ্ছিন্ন করে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। এর প্রতিবাদে ৫ সেপ্টেম্বর প্রথম ধাপে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়। পরবর্তী ধাপে ৯-১১ সেপ্টেম্বর তিন দিনের অবরোধ ও ১৪-১৬ সেপ্টেম্বর তৃতীয় ধাপে মহাসড়ক ও রেলপথে তিন দিনের অবরোধ কার্যক্রম চালানো হয়।

এই সময় আন্দোলনকারীরা থানা, উপজেলা পরিষদ ও সরকারি বিভিন্ন দপ্তরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। সহিংস ঘটনার কারণে চারটি মামলা দায়ের করা হয়েছে।

 

একুশে সংবাদ/ফ.প্র/এ.জে

Link copied!