কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের দক্ষিণ আকালিয়া গ্রামের একটি রাস্তা দীর্ঘদিন ধরে পানিতে ভিজে থাকার কারণে চলাচলে চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি নিষ্কাশনে দায়িত্বরত কর্তৃপক্ষের কোনও পদক্ষেপ না থাকায় প্রতিদিন হাজারের অধিক গ্রামবাসী ভোগান্তিতে পড়ছেন।
এর প্রেক্ষিতে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দারা উপজেলা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তাটি সংস্কারের দাবিতে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর। তিনি বলেন, “এই রাস্তায় দীর্ঘদিন ধরে পানি জমে আছে। এতে গ্রামের ছাত্র-ছাত্রীসহ প্রায় হাজারের অধিক মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনদূর্ভোগের কথা চিন্তা করে মাননীয় জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুদৃষ্টি আকর্ষণ করছি, যেন দ্রুত রাস্তাটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়।”
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দক্ষিণ আকালিয়া গ্রামের বাসিন্দা মীর মনির হোসেন, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো. নজরুল ইসলাম, ১নং দক্ষিণ আকালিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নাজমুল হাসান, মো. আফজাল হোসেনসহ অন্যান্য গ্রামবাসী।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা মো. জসিমউদ্দীন, রহিজ উদ্দিন মেম্বার, আবদুল মতিন, জয়নাল আবেদীন, রবিউল ইসলাম, ফারুক হোসেন, আবুল কাসেম, হক মিয়া, মো. হান্নান মিয়া, ফজলুল হক, আবদুস ছাত্তার, নুরুল ইসলাম, মোতালেব, মঙ্গল মিয়া, মোতালেব মিয়া, জয়নাল আবেদীন, গনি মিয়া, শাহজালাল, মো. বাবুল, মো. মহসিন, মো. ছাদেক মিয়া ও আলেক হোসেনসহ গ্রামের বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/কু.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

