ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া মহোদয় শেরপুর জেলা বিশেষ শাখা (ডিএসবি) বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় পরিদর্শনের জন্য রেঞ্জ ডিআইজি শেরপুর জেলার পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।
এসময় রেঞ্জ ডিআইজি মহোদয়কে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল “গার্ড অফ অনার” প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি মহোদয় শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা বিশেষ শাখার সকল গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার ও নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখেন। তিনি প্রতিটি কার্যক্রমের বিস্তারিত তথ্য যাচাই করে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে তাঁর মূল্যবান স্বাক্ষর প্রদান করেন।
পরে উপস্থিত সকল অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোয়েন্দা তথ্য সংগ্রহে সর্বাধিক গুরুত্বারোপ করেন। এছাড়া গোয়েন্দা কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার জন্য প্রয়োজনীয় কৌশল ও পদ্ধতি অবলম্বনের নির্দেশনা দেন। তাঁর এই পরামর্শ ও দিকনির্দেশনা জেলা বিশেষ শাখার কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
এ সময় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান আল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে