AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে ৭শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৬:০২ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

কমলগঞ্জে ৭শত রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

প্রতি বছরের ন্যায় এ বছরও মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিএনএসবি মৌলভীবাজার চক্ষু হাসপাতালের চিকিৎসকবৃন্দের মাধ্যমে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ৭শত রোগীকে সেবা প্রদান করা হয়েছে। রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং অনেক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া বিশেষভাবে বাছাইকৃত রোগীদের বিনামূল্যে অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর, মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্ট ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী নুরুজ্জামান চৌধুরী রাসেল সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট লেখক ও গবেষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। চক্ষু শিবিরে স্বেচ্ছাসেবক হিসেবে বিদ্যালয়ের ছাত্ররা দায়িত্ব পালন করেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নুরুজ্জামান চৌধুরী রাসেল বলেন, “আমরা গত কয়েক বছর ধরে বিনামূল্যে মানুষদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। আজ প্রায় ৭শত মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এছাড়া আমাদের স্কুল শুরু হওয়া থেকে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেসসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। ইনশাআল্লাহ, আগামীতেও এটি অব্যাহত থাকবে।”

 

একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে

Link copied!