AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাগুরার শ্রীপুরে নবনির্মিত উপজেলা পরিষদের ৫ তলা ভবন উদ্বোধন


Ekushey Sangbad
আশরাফ হোসেন পল্টু, শ্রীপুর, মাগুরা
০৫:১৬ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

মাগুরার শ্রীপুরে নবনির্মিত উপজেলা পরিষদের ৫ তলা ভবন উদ্বোধন

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্মিত বহুতল ভবন ও হলরুম উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবন ও হলরুম উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহেদুজ্জামান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী, উপজেলা প্রকৌশলী প্রসেনজিৎ চক্রবর্তীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (ইডিসি) প্রকল্পের আওতায় ৭ কোটি ২৯ লাখ ৮৫৪ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ করা হয়েছে। এর সঙ্গে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে পঞ্চম তলায় প্রশাসনিক ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এর আগে জেলা প্রশাসক সব্দালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনমূলক মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা বিষয়ক আলোচনা সভা, সব্দালপুর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ কাজ, বরালিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণ, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণিকক্ষ নির্মাণসহ কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

 

একুশে সংবাদ/মা.প্র/এ.জে

Link copied!