AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীবরদীতে মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন


Ekushey Sangbad
আবু হেলাল, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি
০২:১৪ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২৫

শ্রীবরদীতে মাদরাসায় অনিয়মের অভিযোগে মানববন্ধন

শেরপুরের শ্রীবরদী উপজেলার পূর্ব গোবিন্দপুরে অবস্থিত হিলফুল ফুজুল নূরানী ও হাফেজিয়া মাদরাসার কার্যক্রমে অনিয়ম ও জটিলতার অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মাদরাসা মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মাদরাসার সভাপতি মো. আসলাম মিয়ার সভাপতিত্বে বক্তব্য দেন প্রতিষ্ঠাতা নুরল হক (দাদা হুজুর), সহসভাপতি আব্দুর রহিম, সেক্রেটারি মনিরুল ইসলাম রঞ্জু, কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান সোহাগ, কোষাধ্যক্ষ ছামিউল হকসহ অনেকে।

বক্তারা বলেন, ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এ মাদরাসা সরকার প্রদত্ত জমি ও স্থানীয় দাতাদের সহায়তায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। তবে সম্প্রতি পরিচালনা কমিটির কিছু সদস্যের অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী মো. নুরন্নবী জাল দাখিলা ও ভুয়া খতিয়ান ব্যবহার করে মাদরাসার জমি নিজের নামে খতিয়ানভুক্ত করেছেন। একই সঙ্গে আয়-ব্যয়ের হিসাব প্রদানে গড়িমসি করে পরিচালনা কমিটিতে অস্থিরতা সৃষ্টি করছেন।

তাদের দাবি, মাদরাসার জমি রক্ষায় দায়েরকৃত নামজারি ও জমা খারিজ মোকদ্দমা (নং–৭৫৮২ (IX-1) ২০২৪-২০২৫ এবং ৭৫৮৩ (IX-1) ২০২৪-২০২৫) দ্রুত বাতিল করতে হবে। পাশাপাশি মাদরাসার কার্যক্রমে স্বচ্ছতা ফিরিয়ে আনতে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে নারী-পুরুষসহ শতাধিক মানুষ অংশ নেন।

 


একুশে সংবাদ/শে.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!