সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি সাইদুল ইসলামসহ তিন পলাতক আসামিকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) গ্রেফতারকৃত আসামিদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিকনির্দেশনায় সাব-ইন্সপেক্টার মো. আল-আমিন, সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার, সাব-ইন্সপেক্টার নুর উদ্দিন আহমেদ, এএসআই হুমায়ুন কবির বাহার, এএসআই কামাল উদ্দিন, এএসআই আলী আকবর ও এএসআই ভানু লাল রায়ের নেতৃত্বে শনিবার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযান চলাকালে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের কবিরপুর গ্রামে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। এছাড়া জগন্নাথপুর পৌরশহর ও আছিমপুর গ্রামে পৃথক অভিযান চালিয়ে মোঃ সানা মিয়া (পৌরশহরের পশ্চিম ভবানীপুর গ্রামের মৃত ধন মিয়ার পুত্র) এবং মোঃ আব্দুল শামীম (আছিমপুর গ্রামের মৃত আছিম উল্লাহর পুত্র) নামে আরও দুই গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে আটক করা হয়।
জগন্নাথপুর থানা পুলিশ ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা নিশ্চিত করেছেন, ধৃত আসামিদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে