জেলা পর্যায়ে ২য় জাতীয় পুষ্টি পরিকল্পনা এবং বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় ফুড ফোর্টিফিকেশন অন্তর্ভুক্তকরণ বিষয়ে প্রশিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের আয়োজনে এবং লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খিসার সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন জাতীয় পুষ্টি পরিষদের সাবেক মহাপরিচালক ডা. খলিলুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আবু হাসান শাহিন, উপপরিচালক ডা. ফারজানা রহমান, ডা. নুসরাত জাহান মিথেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর লাইলুন নাহার, জেলা পরিবার পরিকল্পনা উপপরিচালক নাজমুল হাসান প্রমুখ।
কর্মশালায় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে অপুষ্টি নিরসনে বৈশ্বিক এজেন্ডা অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুতি, খাদ্য সমৃদ্ধকরণ, জেলা ও উপজেলা পুষ্টি কমিটির কর্মপরিকল্পনা প্রণয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে