ঝালকাঠির নলছিটিতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দুদক, জেলা সমন্বিত কার্যালয় পিরোজপুর ও নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও সকল অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন।
নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সামছুল আলম বাহারের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সাবেক সভাপতি মোঃ মোস্তফা কামাল, মাওলানা আবদুল কুদ্দুস, সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান, মানবেন্দ্র মুখার্জি, সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ খায়রুল বাশার, শিক্ষক একরামুল করিম মিঠু ও স্বেচ্ছাসেবক শাহাদাত ফকির প্রমুখ।
প্রতিযোগিতায় সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়, নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজ, নান্দিকাঠি মাধ্যমিক বিদ্যালয় ও নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিজ্ঞ বিচারকরা সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিজয়ী ঘোষণা করেন। এছাড়াও, শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন নলছিটি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাহিয়া আক্তার।
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

