সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়ন বিএনপি বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করেছে। সংবাদ সম্মেলন ইউনিয়ন আহ্বায়ক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক মোঃ কামাল হোসেন। তিনি জানান, গত ৩ সেপ্টেম্বর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে যাচাই-বাছাই শেষে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়, যাতে ত্যাগী ও ফ্যাসিস্ট সরকারের নির্যাতিত কর্মীদের সুসংগঠিত রাখা যায়। কিন্তু একটি পক্ষের মোঃ মস্তব আলী কাচামিয়াকে ওয়ার্ড কমিটির সভাপতি না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন মিথ্যা ও অবান্তর অভিযোগ তুলেছেন। এর কোনো সত্যতা নেই। এরপর বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পোর্টালে মিথ্যা খবর প্রকাশিত হয়েছে, যা দলের ও ইউনিয়ন বিএনপির দায়িত্ব পালনের সময় মানহানির কারণ হয়েছে।
আহ্বায়ক মোঃ কামাল হোসেন সংবাদ সম্মেলনে তৃণমূল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে বলেন, বিভ্রান্তিকর কোনো মিথ্যাচার, গুজব বা অপ্রমাণিত তথ্য প্রচার থেকে বিরত থাকুন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মোঃ মোশাররফ হোসেন, সদর নিবাস সরকার, সদস্য কফিল উদ্দিন, সদস্য মোঃ বিল্লাল হোসেন এবং অন্যান্য নেতাকর্মী।
একুশে সংবাদ/সু.প্র/এ.জে