কিশোরগঞ্জের ভৈরবে দুই পক্ষের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আনন্দ (২০)। তিনি আলিম সরকারবাড়ির পক্ষের ছিলেন। শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহতের বাবার নাম মো. তাহের মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শহরের আলিম সরকারবাড়ির রুজেন গ্রুপের কয়েকজন অনুসারীকে আড়াই ব্যাপারীর বাড়ির ভুবন গ্রুপের সদস্যরা মারধর করে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় দুই পক্ষ মহাসড়কে রামদা, রড ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়। প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, রামদা ও লাঠিসোঁটা দিয়ে দোকানপাট ও যানবাহনে ভাঙচুর চালানো হয়।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত আনন্দ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ // র.ন