খাগড়াছড়ির মাটিরাঙায় পারিবারিক কহলের জেরে খাদিজা আক্তার বর্ষা (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভূইয়াপাড়া থেকে তার স্বামীর নিজ বাড়ির শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত খাদিজা আক্তার বর্ষা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শংকরদি গ্রামের বাসিন্দা, শুটকী ব্যবসায়ী ইসরাফিল বেপারীর মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, এক বছর আগে ভূইয়াপাড়ার স্থানীয় প্রবাসী আবু জাহেরের ছেলে শাহাদাত হোসেন এবং মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা খাদিজা আক্তার বর্ষা ফেসবুকের মাধ্যমে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। পরিবারকে অজান্তে তারা গোপনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে সম্পর্ক জানাজানি হলে উভয় পরিবার মেনে নেন। তবে স্বামী বেকারত্বসহ নানা কারণে প্রায়ই ঝগড়া করতেন। পারিবারিক কলহের জেরে বর্ষা গলায় ফাঁস দেন, এমনটাই জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
শাহাদাত হোসেনের বোন ফৈরদৌস আরা সুরাইয়া বলেন, "আমি পাশের রুমে থাকি। প্রতিদিন ভোরে সে নাস্তা বানাতো। ভোরে তাকে না দেখে সকাল সাড়ে আটটার দিকে ডাকতে যাই। দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখি ফ্যানের সাথে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে। সে ভাইকে সন্দেহ করত, বলতো অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে। এছাড়া বেকার থাকার কারণে বিভিন্ন বিষয়ে প্রায়ই কথা-কাটাকাটি হতো স্বামী-স্ত্রীর মধ্যে। রাগারাগি করে ভাই কুমিল্লায় চলে যেত। মায়ের সাথেও খুটিনাটি বিষয় নিয়ে মন খারাপ থাকতো।"
মাটিরাঙা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম দৈনিক দি পিপলকে জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ফরেনসিক পরীক্ষার রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।"
একুশে সংবাদ/খা.প্র/এ.জে