সাত দফা দাবিতে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রেলপথ ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে করে রাজধানী ঢাকাসহ দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দিনাজপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। তারা রেললাইন ও মহাসড়কে বসে স্লোগান দিতে থাকেন। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় এবং সড়কপথে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি অবিচার করা হচ্ছে। তারা উপসহকারী প্রকৌশলীর পদে নিয়োগে বৈষম্য বন্ধসহ শিক্ষাক্রমের মান উন্নয়ন, শিক্ষক নিয়োগ বৃদ্ধি ও সরকারি প্রজ্ঞাপন কার্যকরের দাবি জানান।
এসময় বক্তারা বলেন, দেশের চার লাখেরও বেশি পলিটেকনিক শিক্ষার্থী তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন। যদি দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না করা হয়, তবে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।
শিক্ষার্থীদের এই আন্দোলনে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করার চেষ্টা চালাচ্ছে।
একুশে সংবাদ/এ.জে