AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন নড়াইলের এক নারী


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৭:৫৩ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন নড়াইলের এক নারী

ভারতে অবৈধভাবে বসবাসের দায়ে প্রায় দুই বছর সাজাভোগ শেষে দেশে ফিরেছেন রেশমা খাতুন (২৪) নামে এক বাংলাদেশি নারী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ হরিদাসপুর সীমান্ত দিয়ে তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে হস্তান্তর করে।

রেশমা নড়াইল জেলার কালিয়া থানার সেতলবাতে গ্রামের মোস্তফা মোল্লার মেয়ে। বনগাঁ ব্যুরো অব ইমিগ্রেশন সূত্র জানায়, তিনি ২০১৮ সালের ১৫ জানুয়ারি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বৈধ পাসপোর্টে ভারতে প্রবেশ করেন। এরপর পশ্চিমবঙ্গের বাইকেল্লায় একটি বাসায় গৃহকর্মীর কাজ শুরু করেন। এ সময় তার পাসপোর্ট হারিয়ে যায়। পরে ২০২৩ সালের ১৯ জুলাই ভারতীয় পুলিশ তাকে আটক করে এবং এক বছর ১১ মাস বাইকেল্লা কারাগারে কারাভোগ করতে হয়।

মানবাধিকারভিত্তিক সংস্থার প্রচেষ্টায় বিষয়টি দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছায়। পরবর্তীতে ট্রাভেল পারমিট প্রাপ্তির মাধ্যমে তার দেশে ফেরার অনুমতি মেলে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি ইলিয়াছ হোসেন মুন্সী জানান, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে রেশমাকে বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়া বলেন, দেশে ফেরা রেশমাকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার নিজেদের জিম্মায় নিয়েছে। দ্রুত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

একুশে সংবাদ/য.প্র/এ.জে

Link copied!