লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের একটি পুকুর থেকে আরিফ হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ১০ নং ভাটরা ইউনিয়নের দক্ষিণ ভাটরা গ্রামের ফকির বাড়ির বাচ্চু মিয়ার ছেলে আরিফ হোসেন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়।
পরিবারের তল্লাশির পর দুপুর ২টার দিকে বাড়ির পাশে থাকা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম বুলবুল জানান, নিহত আরিফ হোসেন মৃগী রোগে আক্রান্ত ছিলেন। প্রাথমিক ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পানিতে পড়ে তিনি মৃত্যু বরন করেছেন।
একুশে সংবাদ/ল.প্র/এ.জে