পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বিরল এক ঘটনার শিকার হয়েছেন সুমিত্রা রানী (৬০)। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নিজ বাড়িতে ঘরের কাজ করার সময় তিনি একটি কোবরা সাপের ছোবলে আহত হন। এ ঘটনার পর তিনি হাসপাতালে ভর্তি হন এবং সঙ্গে আনা হয় সাপটিও।
সুমিত্রার ছেলে সুরেশ চন্দ্র রায় জানান, “মা কাজ করছিলেন। হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি মা কাঁপছেন আর পাশেই সাপটি পড়ে আছে। প্লাস্টিকের বোয়ামে সাপটিকে ভরে মা`কে সঙ্গে নিয়ে হাসপাতালে যাই।”
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে ভর্তি হওয়ার পর চিকিৎসকরা নিশ্চিত করেন, এটি একটি বিষধর কোবরা সাপ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, “রোগীকে সঙ্গে সাপও আনা হয়েছিল। নিশ্চিত হওয়ার পরই তাকে এন্টিভেনাম দিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন।”
এ ঘটনায় এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।
একুশে সংবাদ/প.প্র/এ.জে