AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নূর ইসলাম বাকী: মুকসুদপুরের শিক্ষার আলোকবর্তিকা



নূর ইসলাম বাকী: মুকসুদপুরের শিক্ষার আলোকবর্তিকা

গোপালগঞ্জের মুকসুদপুরের ৪৮ নং মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন অনেকের কাছে পরিচিত। কারণ, এই বিদ্যালয়ের নেতৃত্বে আছেন অসাধারণ শিক্ষক মো. নূর ইসলাম বাকী। সম্প্রতি তিনি গুণী প্রধান শিক্ষক বাছাই-২০২৫ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন।

২০০৯ সাল থেকে নূর ইসলাম বাকী মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। ষোলো বছরেরও বেশি সময় ধরে তিনি শিক্ষকের ভূমিকায় সীমাবদ্ধ থাকেননি; শিক্ষার্থীদের হয়ে উঠেছেন অভিভাবক, পথপ্রদর্শক ও অনুপ্রেরণার উৎস। তিনি বিদ্যালয়ের উপস্থিতি বাড়ানো, শিক্ষা পরিবেশকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করা, এবং পাঠদানকে আনন্দমুখর করার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার প্রতি আগ্রহ উদ্দীপিত করেন।

শিক্ষার্থীরা বলেন, “স্যার শুধু পড়ান না, আমাদের স্বপ্ন দেখান। তিনি বলেন, ভালো মানুষ না হলে ভালো নাগরিক হওয়া যায় না।”

নূর ইসলাম বাকী এর আগে ২০২৩ ও ২০২৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাইয়ে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এ ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, তিনি যোগ্যতা, কর্মদক্ষতা ও একাগ্রতার মাধ্যমে এই অবস্থানে পৌঁছেছেন।

তাঁর এই অর্জনে মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল রোমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাহিদ পারভেজ জনি অভিনন্দন জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী-পেশার মানুষ নূর ইসলাম বাকীকে শুভেচ্ছা জানিয়েছেন।

নূর ইসলাম বাকীর স্বপ্ন একটি মানবিক সমাজ গঠন, যেখানে প্রাথমিক শিক্ষাই হবে চরিত্র গঠনের মজবুত ভিত্তি। তাঁর মতে, “শিক্ষা শুধু পরীক্ষায় ভালো করার জন্য নয়; শিক্ষা হলো মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার প্রক্রিয়া।”

আজ অসংখ্য শিক্ষার্থী তাঁর তত্ত্বাবধানে বিভিন্ন স্তরে এগিয়ে যাচ্ছে। তাই নূর ইসলাম বাকী কেবল একজন শিক্ষক নন, তিনি মুকসুদপুরের শিক্ষার আলোকবর্তিকা হিসেবে খ্যাত।

 

একুশে সংবাদ/গো.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!