রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা ইউনিয়নের তুলাবান গ্রামে বিজিবির অভিযান চলাকালে ১৪২.৭৬ ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
বিজিবি ২৭ ব্যাটালিয়নের পক্ষ থেকে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ নেতৃত্বে একটি টহল দল তুলাবান এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় চোরাকারবারীরা কাঠ ফেলে পালিয়ে গেলে বিজিবি দল পরিত্যক্ত অবস্থায় কাঠগুলো জব্দ করতে সক্ষম হয়।
জব্দকৃত সেগুন কাঠের আনুমানিক মূল্য ধরা হয়েছে দুই লাখ ৮৫ হাজার ৫২০ টাকা। অবৈধ কাঠগুলো মারিশ্যা বিট কাম চেক স্টেশনে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম বলেন, “আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধ কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।”
একুশে সংবাদ/রা.প্র/এ.জে