AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজিরপুরে তুচ্ছ ঘটনায় বহিষ্কার: বিএনপি নেতা মিজানুর রহমানের প্রতিবাদ



উজিরপুরে তুচ্ছ ঘটনায় বহিষ্কার: বিএনপি নেতা মিজানুর রহমানের প্রতিবাদ

তুচ্ছ ঘটনায় বহিষ্কারের প্রতিবাদে উজিরপুর উপজেলার ৩ নং জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক অ্যাডভোকেট মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানুর রহমান জানান, তিনি ছাত্রদলের ইউনিয়ন সভাপতি থেকে শুরু করে যুবদল ও সর্বশেষ দুইবার জল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে তিনবার জল্লা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। দলের দুঃসময়ে তিনি অর্থ ও শ্রম ব্যয় করেছেন।

তিনি অভিযোগ করেন, হঠাৎ একটি কুচক্রী মহল তার হীন স্বার্থ চরিতার্থ করতে মিথ্যা কল্পকাহিনী তৈরি করে কোনো পূর্ব নোটিশ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পদ ও দল থেকে স্থায়ী বহিষ্কারের নোটিশ প্রচার করেছে। এর ফলে রাজনৈতিক, সামাজিক ও পারিবারিকভাবে তিনি হেয়প্রতিপন্ন হয়েছেন।

মিজানুর রহমান বলেন, উপজেলা বিএনপির সভাপতি এস. সরফুদ্দিন উদ্দিন আহমেদ সান্টু কোনো স্বাক্ষী বা প্রমাণ ছাড়াই তাকে বহিষ্কার করেছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি করেন, তাকে অন্যায়ভাবে বহিষ্কার করা হয়েছে এবং এ সিদ্ধান্ত প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তিনি এলাকার জনগণের সেবায় নিয়োজিত ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আগামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করেছেন এবং জনপ্রিয়তার কারণে একদল অনুপ্রবেশকারী ও ষড়যন্ত্রকারী মহলের শিকার হয়েছেন।

 

একুশে সংবাদ/ব.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!