AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমদানি বাড়ালে পেঁয়াজের দাম ৪০ টাকায় নামবে, সিণ্ডিকেট নয়


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:২৫ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

আমদানি বাড়ালে পেঁয়াজের দাম ৪০ টাকায় নামবে, সিণ্ডিকেট নয়

ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে ইমপোর্ট পারমিট (আইপি) উন্মুক্ত করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের আমদানিকারকরা। মঙ্গলবার দুপুরে তারা সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, আগস্টে কয়েকজন আমদানিকারককে ৫০ মেট্রিক টন করে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছিল। মাত্র দু’দিন পর অনুমতি বন্ধ করে দেয়া হয়। পরে একটি সিণ্ডিকেট আদালতের আদেশের মাধ্যমে আইপি নেয়ার চেষ্টা করছে। এতে পেঁয়াজের বাজার সিণ্ডিকেটের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

চাঁপাইনবাবগঞ্জ আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক জানান, আমদানি বৃদ্ধি পেলে খুচরা বাজারে পেঁয়াজের দাম ৪০ টাকায় নামবে। বর্তমানে আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমদানি রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন, আমদানিকারক আব্দুল আওয়ালসহ আরও অনেকে।

 

একুশে সংবাদ/চাঁ.প্র/এ.জে

Link copied!