AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোটচাঁদপুরে বাড়ির পাশে পিকআপ থামিয়ে ৫ গরু চুরি, ৭ লাখ টাকার ক্ষতি


Ekushey Sangbad
সুব্রত কুমার, কোটচাঁদপুর, ঝিনাইদহ
০৩:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

কোটচাঁদপুরে বাড়ির পাশে পিকআপ থামিয়ে ৫ গরু চুরি, ৭ লাখ টাকার ক্ষতি

বাড়ির পাশে একটি পিকআপ থামিয়ে দুই ভাইয়ের ৫টি গরু চুরি করে নিয়ে গেছেন অজ্ঞাত চোরেরা। সোমবার (১৫ সেপ্টেম্বর) গভীর রাতে এই ঘটনা ঘটে কোটচাঁদপুরের কাগমারী গ্রামে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

প্রত্যক্ষদর্শী নিলু বিশ্বাস বলেন, “আমি বলুহর বাওড়ে নাইট গার্ডের কাজ করি। রাত ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত আমার ডিউটি ছিল। আমি ডিউটি করতে বাড়ি থেকে বের হয়ে আমার আরেক সঙ্গীকে ডাকতে যাচ্ছিলাম। সড়কে উঠতেই গাড়ির শব্দ শুনতে পাই। তখন রাত ২টা বাজতে ২/৩ মিনিট বাকি। আমি পুলিশের গাড়ি ভেবে এগিয়ে যাই। এ সময় গাড়ি থেকে ৪/৫ জন নেমে এসে আমার গলায় দা ধরেন এবং মাথায় পিস্তল ঠেকিয়ে রাখেন। বলেন, কথা বললে জবাই করে দেব। এরপর চোরেরা আলম ও কলমের বাড়ি থেকে গরু নিয়ে ট্রাকে তুলতে থাকে। গরু তোলা শেষ হলে, তারা আমাকে ছেড়ে দেয়। আমি দৌড়ে গিয়ে চুরি হওয়ার খবর দিই। চুরি করতে প্রায় ১০/১২ জন অংশগ্রহণ করেছিল।”

গরুর মালিক কলম বিশ্বাসের ছেলে আলামিন বিশ্বাস জানান, “চোরেরা আমাদের ৪টি গরু এবং আমার চাচা আলম বিশ্বাসের ১টি গরু নিয়ে গেছে। এর আনুমানিক মূল্য ৬–৭ লাখ টাকা হবে। আমরা কোটচাঁদপুর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।”

কাগমারি বেলেমাঠ পাড়ার সেলিম মোল্লা বলেন, “আমার বয়স ৬০ বছর। এর আগে এই গ্রাম থেকে কোনো চুরি হওয়ার ঘটনা শুনিনি। যে ঘটনা ঘটেছে, তা কাগমারী গ্রামের ইতিহাসে দাগ কেটেছে।”

গ্রামবাসী জানিয়েছেন, এর আগে গ্রাম থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছিল। কিন্তু গতরাতে ঘটে এমন ঘটনা সত্যিই বিরল—বাড়ির পাশে ট্রাক থামিয়ে গরু চুরি হওয়া।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রাতে কোটচাঁদপুর পৌরসভাধীন কাশিপুর গ্রামের সিফাতুল্লাহ বাড়ির সামনে একটি লেগুনা থামিয়ে একইভাবে ৩টি গরু চুরি করা হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “ঘটনাটি আমি মৌখিকভাবে জেনেছি। এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ঝি.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!