AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে ধর্ষণের অপবাদে বৃদ্ধের মাথা ন্যাড়া করার অভিযোগ


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০২:৪৪ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে ধর্ষণের অপবাদে বৃদ্ধের মাথা ন্যাড়া করার অভিযোগ

লক্ষ্মীপুরে ধর্ষণের অপবাদে আওলাদ হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মাথা ন্যাড়া করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মেঘনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আওলাদ হোসেন সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেঘনা বাজার এলাকার বাসিন্দা। পেশায় তিনি একজন রিকশাচালক। অভিযুক্তরা হলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন।

স্থানীয়রা জানান, শিশু ধর্ষণের অভিযোগে শালিসি বৈঠকের নামে আওলাদকে প্রকাশ্যে মারধর ও মাথা ন্যাড়া করে দেন বিএনপি নেতারা। অনেকে বাধা দিলেও তারা কাজটি করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, “আমি শিশুটির বাড়িতে পানি খেতে গিয়েছিলাম। পরে ধর্ষণের অপবাদ দিয়ে আমাকে প্রকাশ্যে অপমান করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদ ও সম্পাদক ফারুকের নেতৃত্বে এ ঘটনা ঘটে। আমি নির্দোষ। শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতেই শালিস করা হয়েছিল। গ্রামবাসীর সিদ্ধান্তে থানায় না দিয়ে আমার মাথা ন্যাড়া করা হয়। এটি যদি অপরাধ হয়, তাহলে প্রশাসন যে শাস্তি দেবে তা মেনে নেব।”

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা ফারুক হোসেন বলেন, “শিশু ধর্ষণের ঘটনা শালিসে প্রমাণিত হওয়ায় উপস্থিত লোকজন তার মাথা ন্যাড়া করে দেন। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এটি দোষের কিছু নয় এবং একক সিদ্ধান্তও নয়। বৃদ্ধ ও অসহায় হওয়ায় পুলিশে দেওয়া হয়নি।”

ঘটনার বিষয়ে শিশুটির পরিবারের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ বলেন, “ঘটনাটি জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/ল.প্র/এ.জে

Link copied!