কলেজ জীবনের প্রথম দিন মানেই নতুন স্বপ্ন, নতুন আশা আর ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ। সরকারি মুকসুদপুর কলেজেও সেই একই আবহ। সকালে ক্যাম্পাসে প্রবেশের সঙ্গে সঙ্গে নবীন শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, চোখে-মুখে ভাসে স্বপ্ন পূরণের দৃঢ় প্রত্যয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) নতুন দিনের বার্তা নিয়ে কলেজ প্রাঙ্গণ মুখরিত ছিল ছাত্রছাত্রীদের পদচারণায়। বন্ধুবৎসল পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা এবং সহপাঠীদের প্রাণোচ্ছল অভ্যর্থনা নবীনদের জন্য তৈরি করেছে এক উৎসবমুখর আবহ।
এই বিশেষ দিনে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রদলের পক্ষ থেকেও নবীন শিক্ষার্থীদের আন্তরিক স্বাগত জানানো হয়।
কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী মুন্সি, সাধারণ সম্পাদক মহাসিন মোল্যা, সিনিয়র সহ সভাপতি শাহিন শিকদার অন্তর, সিনিয়র যুগ্ম সম্পাদক সাকিবুর রহমান দীপুসহ অন্যান্য নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে তাঁদের পথচলায় পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রথম দিনের এই আয়োজন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং শিক্ষাজীবনের নতুন যাত্রায় নবীনদের জন্য এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে। তাদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠা ক্যাম্পাস যেন বলছে, “আজকের এই শুরুই আগামী দিনের আলোকিত ভবিষ্যতের পথচিহ্ন।”
একুশে সংবাদ/গো.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

