AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক, আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান


Ekushey Sangbad
ভাঙ্গা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
১১:৩৬ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ভাঙ্গায় যান চলাচল স্বাভাবিক, আন্দোলনকারীরা সড়কের পাশে অবস্থান

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি চলছে। তবে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ও আনসারের টহল জোরদার থাকায় বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচল করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে ঢাকা–খুলনা মহাসড়ক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। আন্দোলনকারীরা ব্যানার হাতে স্লোগান দিলেও মহাসড়ক অবরোধ করেননি। পুখুরিয়া, মাধবপুর, হামিরদী ও মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় তারা রাস্তার পাশে অবস্থান নেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, মহাসড়ক সচল রাখতে পুলিশ ও আনসারের বিপুল সদস্য মাঠে রয়েছে। আন্দোলনকারীরা এখন কেবল রাস্তার পাশে অবস্থান করছেন, যাতে সাধারণ মানুষ ভোগান্তিতে না পড়েন।

এদিকে আন্দোলনের অন্যতম নেতা আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক মিয়াকে গতকাল ভোরে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় দ্রুত বিচার আইনে দুটি মামলা হয়েছে—একটিতে ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০–১৫০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুরের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্তের বিরোধিতা করে স্থানীয়রা তিন দিনের সকাল–সন্ধ্যা অবরোধের ডাক দেন। রবিবার শুরু হওয়া কর্মসূচির আজ দ্বিতীয় দিন চলছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!